একবার চার্জে ৩২০ কিলোমিটার চলবে এই স্কুটার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৪

নতুন ৪টি ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো ওলা। এই সিরিজের প্রধান বৈশিষ্ট্য হলো দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, উন্নত প্রযুক্তি এবং আগের মডেলগুলোর তুলনায় কম দাম। নতুন স্কুটারগুলোর মধ্যে রয়েছে Ola S1 Pro, Ola S1 Pro Plus, Ola S1X এবং Ola S1X Plus।


জানা গেছে, আগের স্কুটারগুলোতে হাব মোটর ব্যবহার করা হলেও নতুন সিরিজে থাকছে মিড ড্রাইভ মোটর এবং ইন্টিগ্রেটেড মোটর কন্ট্রোল ইউনিট। এই নতুন প্রযুক্তির ফলে স্কুটারগুলো আরো শক্তিশালী এবং দক্ষভাবে চলতে পারবে। পাশাপাশি স্কুটারগুলোতে রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। যা যেকোনো পরিস্থিতিতে আরো নিরাপদে ব্রেক কন্ট্রোল করতে সাহায্য করবে।


বিশেষ করে S1 Pro Plus স্কুটারটি বেশ চমকপ্রদ, কারণ এটি একবার চার্জে ৩২০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪১ কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যা ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে একটি বড় উন্নতি।


ব্যাটারি অপশন ও দাম


ওলার নতুন মডেলগুলোর ব্যাটারি অপশনও বেশ বৈচিত্র্যময়। গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী ২ কিলোওয়াট থেকে ৫.৩ কিলোওয়াট পর্যন্ত ব্যাটারি বেছে নিতে পারবেন। নতুন মডেলের দাম আগের মডেলগুলোর তুলনায় ৩১ শতাংশ কম রাখা হয়েছে, যা ইলেকট্রিক স্কুটারের বাজারে বড় পরিবর্তন আনতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও