টাকা না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা
দুর্বার রাজশাহীর প্লে অফে ওঠার আশা শেষ হয়ে গেছে কাল সন্ধ্যায়ই। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলের প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। কিন্তু ফ্র্যাঞ্চাইজির বিপিএল শেষ হয়ে গেলেও দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। হোটেলে অনিশ্চিত সময় পার করছেন তাঁরা।
খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকঠাকভাবে না দেওয়ায় পুরো বিপিএল জুড়েই আলোচনায় দুর্বার রাজশাহী। স্থানীয় ক্রিকেটারদের মতো এতে ভুক্তভোগী বিদেশিরাও।
দলের একটি সূত্র জানিয়েছে, বকেয়া টাকা না পেলে বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখনো টিম হোটেলেই আছেন পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স।
সূত্র জানিয়েছে, দলের পাঁচ বিদেশি ক্রিকেটারের মধ্যে এক-দুজন বিদেশি ক্রিকেটার চুক্তির ২৫ শতাংশ অর্থ বুঝে পেয়েছেন। কেউ কেউ এমনও আছেন, যারা কোনো টাকাই পাননি। দুই সপ্তাহ ধরে দৈনিক ভাতাও দেওয়া হয়নি তাদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাতে পাননি দেশে ফেরার টিকিটও।