‘পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার আগের মতোই পদক্ষেপ নিচ্ছে’
বাজারে পণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার আগের সরকারে মতই পদক্ষেপ নিচ্ছে, যা মর্মাহত করে। অথচ ফুড সাপ্লাই চেইনে যে নীতির দুষ্ট চক্র তৈরি হয়েছে তা ভাঙা দরকার। নিত্য পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সমন্বিত খাদ্য সরবরাহ চেইন উন্নয়ন ও পরিবীক্ষণ কমিশন গঠন করা যেতে পারে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম : বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক নীতি সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এমন প্রস্তাব তুলে ধরেন।
এ বিষয়ে তিনি আরও বলেন, এই কমিশন এখনকার সংস্কার কমিশন নয়। এ ধরনের কমিশন অন্যান্য দেশেও আছে। বাজারে পণ্যের সরবরাহ ও মূল্য ঠিক রাখতে স্থায়ীভাবে এই কমিশন গঠন করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, খুচরা বাজারকে টার্গেট করে বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত সমস্যা যেহেতু অন্য জায়গায়। ওই জায়গাতেই কাজ হচ্ছেনা। যারা ব্যবসা করছেন তাদের তথ্য উপাত্ত সরকারের জানা থাকতে হবে। তাদের লাইসেন্স থাকতে হবে।