You have reached your daily news limit

Please log in to continue


যারা অনুশীলনে আসেনি তাদের নিয়ে ভাবছি না: বাটলার

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলারের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের বিরোধ এখন চরমে পৌঁছেছে। পরিস্থিতি এমন যে, দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন কোচের বিরুদ্ধে। এর জেরে তারা অনুশীলন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। শনিবারও তারা অনুশীলনে যাননি, যা দেশের নারী ফুটবলে বড় ধরনের সংকট তৈরি করেছে।

অন্যদিকে, সিনিয়রদের অনুপস্থিতি আমলে না নিয়ে কোচ বাটলার জুনিয়র খেলোয়াড়দের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। শনিবার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিনি অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের নিয়ে অনুশীলন করেন এবং দুপুরে তাদের নিয়েই জিম সেশন পরিচালনা করেন। অনুশীলনে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন শাহেদা আক্তার রিপা, আফঈদা খন্দকার, আইরিন আক্তার, কোহাতি কিসকু, স্বপ্না রানী, ইয়ারজান বেগম, অর্পিতা, হালিমা আক্তার, আকলিমা, মুনকি আক্তার, প্রান্তী, সুরমা ও সুরভী আক্তার প্রীতি।

অনুশীলন শেষে কোচ বাটলার বলেন, ‘পেশাদার মনোভাব নিয়ে আমি কাজ করে যাচ্ছি। যারা অনুশীলনে আসেনি তাদের নিয়ে ভাবছি না। অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রা অনুশীলনে এসেছে। আমি আশাবাদী, সামনে তারাই দেশকে সার্ভিস দেবে।’ তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, তিনি সিনিয়রদের বিকল্প গড়ে তোলার পরিকল্পনা করছেন।

নারী ফুটবল দলের চলমান সংকট নিরসনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি তদন্ত করছে। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার বলেন, ‘আমি আজও (গতকাল) নারী ফুটবলারদের অনুরোধ করেছি ফুটবল ও দেশের স্বার্থে বয়কট প্রত্যাহার করার জন্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন