লিবিয়া উপকূলে উদ্ধার ২০ লাশ, বাংলাদেশি হওয়ার শঙ্কা

কালের কণ্ঠ লিবিয়া প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৩

লিবিয়ার পূর্বাঞ্চলে ব্রেগা উপকূলে উদ্ধার হওয়া ২০ লাশের সবাই বাংলাদেশি বলে আশঙ্কা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট।


লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, লাশগুলো পচন ধরায় নাগরিকত্ব সনাক্ত করা যায়নি।


বেশ কয়েকটি সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগরে হয়ে একটি নৌকা ইতালির উদ্দেশ্যে রওনা দেয়।

ওই নৌকায় অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন। নৌকাটি ডুবে গিয়ে লাশ ভেসে আসছে লিবিয়া উপকূলে। তবে ওই নৌকায় ঠিক কতজন বাংলাদেশি ছিলেন, তা এখনো জানা যায়নি।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে ৪০ কিলোমিটার দূরে লাশগুলো ভেসে উঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও