জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, মামলা–বাণিজ্যে জড়িত নেই: শফিকুর
জামায়াতে ইসলামীর কর্মীরা দেশের কোথাও চাঁদাবাজি, দখলে নেই মন্তব্য করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশে পরিবর্তনের পর আমাদের কর্মীরা হাট, জলমহাল, বালুমহাল দখলে ঝাঁপিয়ে পড়েননি। দেশের কোথাও আমাদের কেউ এসব করছেন না। আমাদের কর্মীরা মামলা ও গ্রেপ্তার–বাণিজ্যে জড়িত নেই। তাঁরা জানেন, এগুলো হারাম।’
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। তিনি দুপুর ১২টা ২৫ মিনিটে বক্তব্য শুরু করে বেলা একটার দিকে শেষ করেন। কর্মী সম্মেলনে সূচনা বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান।
যাঁরা খুন ও গুমে জড়িত, অগ্রাধিকার দিয়ে তাঁদের বিচার করার দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘এটা প্রতিশোধ নেওয়ার জন্য নয়। এটা এ জন্য, যারা খুন করে, খুনি তাদের পরিণতি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়। মানবসমাজকে কলঙ্কমুক্ত করার জন্যই এই বিচার করতেই হবে।’
জামায়াতের আমির বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের মনে অনেক কষ্ট, দুঃখ ও ব্যথা আছে। কিন্তু আমরা ক্লিয়ার করেছি, আমরা আইন হাতে তুলে নেব না। আমাদের অনেক নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলায় নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। সব শেষে দিশাহারা হয়ে আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে।’