ব্যবসায়ীরা চান দাম বাড়াতে, কৌশলী বিপণনে বাজারে কমছে সয়াবিন তেল
ক্ষমতার পালাবদলের পর স্থানীয় বাজারে ভোজ্য তেলের দর স্থিতিশীল রাখতে ভ্যাট ছাড়ের পাশাপাশি সরবরাহ সংকট কাটাতে দাম বাড়ানো হয়েছিল; তারপরও রমজানের আগে আরেক দফা সয়াবিন তেলের দাম বাড়তে সরকারের কাছে প্রস্তাব দিয়ে কৌশলী বিপণনের পথ ধরেছে উৎপাদনকারী ও বাজারজাতকারীরা।
খুচরা পর্যায়ে কমিশন কমিয়ে দেওয়ার পাশাপাশি বাকিতে তেল দেওয়া বন্ধ করা হয়েছে মিলার ও ডিলার পর্যায়ে। এর প্রভাবে পাড়ায় মহল্লার দোকানগুলোতে কমেছে বোতলজাত তেলের সরবরাহ।
তবে নিয়মিত সরকারি তদারকির আওতায় থাকা কারওয়ান বাজার, শান্তিনগর, কমলাপুর টিঅ্যান্ডটি কলোনি, মহাখালীর কাঁচাবাজারগুলোতে তেলের যথেষ্ট সরবরাহ দেখা গেছে।
আর তুলনামূলক কম তদারকিতে থাকা যাত্রাবাড়ী, শনির আখড়া ও ধোলাইপাড়ের অনেক মুদি দোকানে মিলছে না রান্নার এ জরুরি উপকরণটি। যদিও এসব এলাকায় থাকা সুপারশপগুলোতে বোতলের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে।
খুচরা বিক্রেতাদের মধ্যে গুঞ্জন রয়েছে, রমজানের আগেই দাম বাড়াতে চান ব্যবাসয়ীরা, সেজন্য ডিলাররা বাকিতে তেল দেওয়া বন্ধ করেছেন।