
কী ঘটেছিল ৫ সেপ্টেম্বর
‘এবিসি’র দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। তারা যা প্রচার করছে, সেটাই অনুসরণ করছে বিশ্বের অন্য সব গণমাধ্যম। তাই একটি ভুল করার অর্থ, লাখ লাখ মানুষের কাছে ভুল খবর চলে যাওয়া। কিন্তু মিউনিখে ঘটে চলা সহিংস ঘটনা নিয়ে জার্মানির জাতীয় গণমাধ্যম যখন প্রচার করে, সব জিম্মিকে বিমানবন্দরে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তখন নিজেদের দুই বিশ্বস্ত সূত্রের কাছ থেকে নিশ্চিত না হয়ে খবরটি প্রচার করতে ইতস্তত করতে থাকেন এবিসি স্পোর্টসের উচ্চপদস্থ এক কর্মকর্তা।
কিন্তু অনুষ্ঠান প্রচার বিভাগের দায়িত্বে থাকা আরেক কর্মকর্তা চান, সুখবরটি সঙ্গে সঙ্গেই প্রচারিত হোক। তাই একটি বিশ্বস্ত সূত্রের আশ্বাস পাওয়ার পর আরেকটির অপেক্ষা না করেই খবরটি তিনি প্রচার করেন। পরে ঘটনাটি নিয়ে দুই কর্মকর্তার মধ্যে ভুল-বোঝাবুঝি হলেও নিমেষেই সেটা মিটে যায়। শুরুতে সুখবর মনে হলেও সেই ঘটনাই পরে ভয়ংকর পরিণতির দিকে যায়। এ ঘটনার কারণে দারুণভাবে বাধাগ্রস্ত হয় ১৯৭২ সালের সামার অলিম্পিক। এ ঘটনা নিয়ে এবার নির্মিত হয়েছে সিনেমা ‘সেপ্টেম্বর ৫’।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা