জিডিপির আকার ১০০ বিলিয়ন ডলার অতিরঞ্জিত হতে পারে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, দেশের জিডিপির আকার ৪৫৯ বিলিয়ন ডলার। যদিও দেশী-বিদেশী বিভিন্ন নথিতে পাওয়া তথ্য এবং অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের ভাষ্যমতে, বাংলাদেশের জিডিপির প্রকৃত আকার ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। এলডিসি থেকে উত্তরণ ও উন্নয়নকে অতিরঞ্জিত করে দেখাতে গিয়ে বিগত সরকার দেশের জিডিপি পরিসংখ্যানকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে। সরকারিভাবে এ তথ্যকে প্রকৃত পরিমাণের চেয়ে অন্তত ১০০ বিলিয়ন ডলার অতিরঞ্জিত করে দেখানো হয়েছে, যাতে করে সরকার বিদেশ থেকে বেশি ঋণ নিতে পারে এবং জিডিপির তুলনায় ঋণের অনুপাত অনেক নিচে থাকে।
গত দেড় দশকের সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন রয়েছে অনেক। দেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি দেশী-বিদেশী অর্থনীতিবিদ ও পর্যবেক্ষকরা। এ অবস্থায় দেশের জিডিপির প্রকৃত পরিমাণ জানতে অর্থনীতিবিদ, বেসরকারি সংস্থা ও পরিসংখ্যান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে বণিক বার্তা। বাংলাদেশের জিডিপির আকার নিয়ে সরকারের দাবিকৃত ৪৫৯ বিলিয়ন ডলারের তথ্যটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের সবাই। দেশের অর্থনীতির প্রকৃত আকার নিয়ে তাদের কাছ থেকে পাওয়া গেছে নানারকম অভিমত। তবে তা কোনোভাবেই ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলারের বেশি না বলে মনে করছেন তারা।