মেটার আয় ছাড়িয়েছে ১৬ হাজার কোটি ডলার
বণিক বার্তা
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭
২০২৪ সালের চতুর্থ প্রান্তিকসহ (অক্টোবর-ডিসেম্বর) পূর্ণ বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়ার কারণে এ সময় আয় ও মুনাফার উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখেছে কোম্পানিটি। খবর এবিসি নিউজ।
গত বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় মেটার আয় ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৯ কোটি ডলার। গত এক বছরে ফেসবুকের প্যারেন্ট কোম্পানিটি আয় করেছে ১৬ হাজার ৪৫০ কোটি ডলার।