You have reached your daily news limit

Please log in to continue


সংকটে নারী ফুটবল : কোচ, খেলোয়াড়, ফেডারেশন কার দায় কতটুকু?

সাফল্যের পরই যেন বিতর্ক ও সংকট সঙ্গী হয় বাংলাদেশের নারী ফুটবলে। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবলকে মিয়ানমারে টাকার কারণে অলিম্পিক বাছাই খেলতে পাঠায়নি বাফুফে। এ নিয়ে তুমুল সমালোচনার মধ্যে পড়েছিল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মিয়ানমারে খেলতে না পাঠানোর পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার পরও বেতন কাঠামোর মধ্যে এনে বৃদ্ধির দাবিতে অনুশীলন বয়কটও হয়েছিল। 

দুই বছর পরেও সাবিনারা দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে যখন পরিকল্পনা হওয়ার কথা। সেখানে বাজছে বিবাদের সুর। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে কয়েকজন নারী ফুটবলার অনুশীলন করতে চান না। ফেডারেশন বাটলারকেই কোচ রাখলে তারা ফুটবলই ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে নারী ফুটবল গভীর সংকটে পড়েছে। 

বড় দায় ফেডারেশনের

ফুটবল বিশ্বে দল গঠন, অনুশীলন, খেলোয়াড় বদল সংক্রান্ত বিষয়ে কোচই সর্বেসর্বা। ফেডারেশন তাদের সামর্থ্য ও লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে কোচ নিয়োগ করে। এই দু’টি চিরন্তর বিষয়ের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের চুক্তির নবায়নের বিষয়টি ভিন্ন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন