You have reached your daily news limit

Please log in to continue


আবারও সড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, মানুষের ভোগান্তি

রাজধানীতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ শুক্রবারও সড়ক অবরোধ করে রেখেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। জুমার নামাজের পর থেকে দ্বিতীয় দিনের মতো কলেজের সামনের সড়ক অবরোধ করেন শতাধিক শিক্ষার্থী। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলকারী মানুষ।

গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক শেষ কর্মদিবসে বেলা সাড়ে ১১টা থেকে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাখালী থেকে গুলশান-১ এ যাওয়ার বীর উত্তম এ কে খন্দকার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দিবাগত রাত চারটা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখা হয়। এর ফলে সারা দিন রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

রাত চারটার দিকে অবরোধ তুলে নেওয়া হলেও কয়েকজন শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন। তাঁদের কয়েকজন দাবি আদায়ে অনশন করছেন। শুক্রবার জুমার নামাজ শেষে কলেজের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কলেজের সামনে গিয়ে শেষ হয়। এরপর থেকে শুরু হয় সড়ক অবরোধ।

আন্দোলনকারীরা বলছেন, এখন ১২ জন অনশনে আছেন। সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া না হবে, ততক্ষণ তাঁরা এ কর্মসূচি চালিয়ে যাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন