শব্দের সীমা ছাড়াল স্টার্টআপের সুপারসনিক প্রোটোটাইপ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:১৬
শব্দের চেয়েও দ্রুত উড়ে সম্ভাবনার দুয়ার খুলল যুক্তরাষ্ট্রের তৈরি এক যাত্রীবাহী জেটের প্রোটোটাইপ। সুপারসনিক জেট কনকর্ড অবসরে যাওয়ার পর এটিই প্রথম কোনো যাত্রীবাহী প্লেন।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমির ওপর দিয়ে ‘এক্সবি ১’ নামের জেটের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে বিশ্বের দ্রুতগতির উড়োজাহাজ তৈরির লক্ষ্যে কাজ করা মার্কিন স্টার্টআপ ‘বুম সুপারসনিক’।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ হাজার ফিট উচ্চতায় জেটটি মাক ১.১ বা ঘণ্টায় প্রায় এক হাজার তিনশ ৬০ কিমি গতিতে যাত্রা করেছে। বাতাসে শব্দের গতি ঘণ্টায় ১ হাজার দুইশ ৩৪ কিলোমিটার।
- ট্যাগ:
- প্রযুক্তি
- দ্রুতগতি
- দ্রুতগতির বিমান