জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি নিয়ে নানামুখী আলোচনা চলছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। ক্রীড়া সংগঠকরা বলছেন, অ্যাডহক কমিটি গঠনতন্ত্র অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে না পারলে ক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে আসতে পারে।
ছাত্র-জনতার অভুত্থ্যানে সরকার পতনের পর দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করার নির্দেশনা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সে অনুযায়ী গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ২৬ জানুয়ারি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।
বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ঘোষণার পর চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে কোনো শোরগোল না উঠলেও জেলা ক্রীড়া সংস্থার কমিটি ঘোষণার পর নানা ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে।