গত মঙ্গলবার নেইমারের ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করেছে আল হিলাল। সৌদি ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘নেইমার আল হিলালকে যা দিয়েছেন, সে জন্য ক্লাব তাঁকে ধন্যবাদ ও সাধুবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।’
এই ঘোষণায় নেইমারকে তাঁর অবদানের জন্য সাধুবাদ জানালেও, মাঠের পারফরম্যান্স বিবেচনায় সেই ‘অবদান’ আল হিলালের জন্য হতাশাজনকই বটে। ২০২৩ সালের গ্রীষ্মে ৯ কোটি ইউরোতে আল হিলালে নাম লেখান নেইমার। কিন্তু পরের গল্পটা ছিল বেশ হতাশাজনক।