You have reached your daily news limit

Please log in to continue


আট হাজার ফুট উঁচুতে দড়িতে হাঁটলেন তাঁরা

আকাশে আট হাজার ফুটের বেশি উচ্চতায় ভাসছে দুটি গ্যাস বেলুন। দুই বেলুনের মাঝখানে ঝুলছে একটি দড়ি। সেটির ওপর দিয়ে হেঁটে এক বেলুন থেকে অন্য বেলুনে যাচ্ছেন আপনি। একবার এই দৃশ্য কল্পনা করে দেখুন তো, নিশ্চয়ই দম বন্ধ হয়ে আসছে।

রোমহর্ষক এই কাণ্ড করেছেন লুকাস ইরমলার ও ফ্রিডি কুডা। গত বছরের নভেম্বরে এই দুই জার্মান অ্যাথলেট ৮ হাজার ২০২ ফুট ওপরে ঝুলতে থাকা দড়ির ওপর দিয়ে হেঁটে গেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে জীবনের ঝুঁকি নিয়ে এ কাজ করেছেন তাঁরা। তাঁদের প্রচেষ্টা সফল হয়েছে, তাঁরাই এখন সবচেয়ে উঁচুতে দড়িতে হাঁটার (স্লাকলাইন ওয়াক) রেকর্ডের মালিক।

লুকাস ও ফ্রিডি গত ৯ নভেম্বর এ কাজ করেছেন। প্রথমে লুকাস আকাশে ভাসতে থাকা বেলুনে হাঁটা শুরু করেন। কিন্তু পরপর দুইবার তাঁকে ব্যর্থ হতে হয়, হাঁটতে শুরু করার পর ভারসাম্য হারিয়ে তিনি দড়ি থেকে পড়ে যান এবং আবার প্রথম থেকে শুরু করেন। তৃতীয়বার আর লুকাসকে ব্যর্থ হতে হয়নি। অসাধারণ দক্ষতায় তিনি এক বেলুন থেকে দড়ির ওপর দিয়ে হেঁটে অন্য বেলুনে চলে আসেন।

এবার ফ্রিডির পালা। লুকাস যখন হাঁটছিলেন, তখন ফ্রিডি অপর প্রান্তে বেলুনে বাঁধা ঝুড়িতে দাঁড়িয়ে তা দেখছিলেন। তিনি বলেন, ‘আকাশে দড়ির ওপর হাঁটতে গিয়ে লুকাস যেভাবে যুদ্ধ করেছে, তা দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন