You have reached your daily news limit

Please log in to continue


৭ বছর ধরে মৌমাছির সঙ্গে বসবাস, মধু থেকে আয় লক্ষাধিক টাকা

মৌমাছির ভয় পায় না এমন প্রাণী নেই। মৌমাছির দলবদ্ধ আক্রমণে বিষাক্ত হুলের বিষে মারা যায় যেকোনো প্রাণী। ক্ষুদে এই প্রাণীকে ভয় পায় বনের  হাতিও। আর সেই মৌমাছির সঙ্গে একই বাড়িতে দীর্ঘ সাত বছর ধরে বসবাস করছেন কৃষক আলমগীর হোসেন (৪৫)।

বিষয়টি অবিশ্বাস্য হলেও এমনই চিত্র যশোরের মনিরামপুর উপজেলার খানপুর সরদারপাড়া গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে। দোতলা বাড়ির বারান্দা, বেলকুনি, সানসেট, দেয়ালসহ বিভিন্ন প্রান্তে বাসা বা চাক বেঁধে বসবাস করছে মৌমাছি। তার এ বাড়িতে মৌচাকের সংখ্যা ২২টি। একই বাড়িতে কয়েক লাখ মৌমাছির সঙ্গে দীর্ঘ সাত বছর পার করছেন পরিবারের সদস্যরা। মৌমাছির দ্বারা কখনও আক্রমণের শিকার হননি পরিবারের সদস্যরা বা প্রতিবেশীরা। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চিত্র ফুটে উঠেছে মৌমাছি এবং এই পরিবারটির মধ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন