You have reached your daily news limit

Please log in to continue


আপাতত বন্ধ, ঈদের পর আর চালুই হবে না মধুমিতা

কোটি টাকা খরচ করে সিনেমা হলটিকে আধুনিকায়ন করেছিলেন। আশা ছিল পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরিচীকায় রূপ নিয়েছে। বর্তমানে বন্ধ হয়ে আছে দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। আর আসছে রোজা ঈদে উৎসবের সিনেমা চালিয়ে চিরতরেই বন্ধ হয়ে যাবে হলটি।

আজ ২৮ জানুয়ারি এমন তথ্যই দিলেন মধুমিতার কর্ণধার ইফতেখার নওশাদ। তিনি চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও একজন সফল প্রযোজকও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন