You have reached your daily news limit

Please log in to continue


নববর্ষ উৎসব ঘিরে চীনে বাড়ছে পর্যটকের সংখ্যা

চীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে। এবারের উৎসব শুরু হয়েছে ২৯ জানুয়ারি। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বর্ণিল আয়োজন উপভোগ করতে চীনের নাগরিকদের সঙ্গে যোগ দেবেন আন্তর্জাতিক পর্যটকেরাও। এই পুরোটা সময় চীনের বিভিন্ন রাজ্য ঘুরে এই উৎসব উপভোগ করবেন তাঁরা।

চীনের রাজধানী বেইজিংসহ সাংহাই, ছোংছিং, ফুচিয়ান, চ্যচিয়াং, হেইলংচিয়াং, চিলিন, হ্যপেই, থিয়ানচিন, ইয়ুননানসহ গুরুত্বপূর্ণ শহরগুলো সেজে উঠেছে নানান রঙে। সিংহ নৃত্য, ড্রাগন নৃত্য এবং সর্প নৃত্যের আয়োজন বসেছে। এর ফলে শহরগুলোতে পর্যটকের সংখ্যা সাধারণভাবে বেশি।চীনের সংস্কৃতি অনুসারে, চান্দ্র ক্যালেন্ডারের ১২টি প্রাণীকে রাশিচক্রের অংশ হিসেবে গণ্য করা হয়। প্রতিবছর একটি নির্দিষ্ট প্রাণীর নাম অনুসারে চান্দ্র নববর্ষ উদ্‌যাপিত হয়। এবারের বছরটি সর্পবর্ষ ঘোষণা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন