You have reached your daily news limit

Please log in to continue


নারী ফুটবল ম্যাচ বন্ধ: হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক

কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় মাজারে, ওরসে হামলা ও ভাঙচুর চলছে, কোথাও কোথাও কনসার্ট ও গানের আসরেও বাধা এসেছে। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রকাশ পাচ্ছে, ‘তৌহিদি জনতা’ নামে সমাজের একটি অংশ এ ঘটনা ঘটাচ্ছে। এর ধারাবাহিকতায় জয়পুরহাটে ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে নারীদের একটি ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি খুবই উদ্বেগজনক।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে বুধবার নারীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। এই খেলা বন্ধ করতে আগের দিন মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার ‘বিক্ষুব্ধ মুসল্লিরা’ সেখানে জড়ো হন। উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে ম্যাচের জন্য মাঠ ঘিরে দেওয়া টিনের বেড়া ভাঙচুর করেন। যদিও স্থানীয়দের দাবি, টিনের বেড়া দিয়ে টিকিট কেটে খেলার আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। যে কারণে স্থানীয় প্রশাসন বেড়া খুলতে গেলে খেলার আয়োজকদের রোষানলেও পড়েন। এমন বিরোধ থেকে পরবর্তী সময়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন