![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2025-01-18%252F70oivngn%252FLast-Pic.jpg%3Frect%3D0%252C0%252C640%252C427%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার কথা জানাল রাশিয়া
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৫, ২২:৩৯
ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, রাতে ইউক্রেনের এই ড্রোন হামলায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, ‘গত রাতে ইউক্রেনের মানুষবিহীন মোট ১০৪টি আকাশযান অনুপ্রবেশ করেছিল এবং আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে।’
ইউক্রেনের বেশির ভাগ ড্রোন পশ্চিমের সীমান্তবর্তী কুরস্ক ও ব্রিয়ানস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। অল্প কয়েকটি সমোলেনস্ক, টার, বেলগোরোদ ও অন্যান্য এলাকায় ভূপাতিত করা হয়।
বেলগ্রোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ড্রোন ভূপাতিত
- ইউক্রেন সংকট