গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অফিসের ঠিকানায় অভিযানে গিয়ে ওই প্রতিষ্ঠানের কোনো ‘অস্তিত্ব মেলেনি’ বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সূচনা ফাউন্ডেশনের কর মওকুফসহ বিভিন্ন অর্থিক অনিয়মের নথি সংগ্রহ করতে দুদক জাতীয় রাজস্ব বোর্ডেও অভিযান চালিয়েছে বলে দুদকের উপ পরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, দুদকের সহকারী পরিচালক নওশাদ আলীর নেতৃত্বে চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম জাতীয় রাজস্ব বোর্ড ও সমাজ সেবা অধিদপ্তরের দেওয়া সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডি অফিসের ঠিকানায় অভিযান চালায়।