![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/smartphone-20250129124103.jpg)
আপনার ফোনের এক্সপায়ারি ডেট কবে জানেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৩
একটি ফোন কেনার পর অনেকেই বছরের পর বছর সেটি ব্যবহার করেন। আবার অনেকে কয়েকমাস ব্যবহার করেই পরিবর্তন করে ফেলেন। ফোন নষ্ট হয়ে যাওয়া, স্লো হয়ে যাওয়ার অনেক কারণ রয়েছে। তবে জানেন কি, একটি ফোনের এক্সপায়ারি ডেট আসলে কবে?
কতদিন একটি ফোন ব্যবহার করা নিরাপদ? স্মার্টফোন একটি ইলেকট্রনিক ডিভাইস, অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মতোই এর ব্যাটারিতে রাসায়নিক ব্যবহার করা হয় যা কিছু সময় পর শেষ হয়ে যায়। আজকাল স্মার্টফোনে ফিক্সড ব্যাটারি আসে, ব্যাটারি নষ্ট হয়ে গেলে তা রিপ্লেস করা যায় না। ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পর মানুষ তাদের স্মার্টফোন ফেলে দেয়।