You have reached your daily news limit

Please log in to continue


নারীর প্রতি সহিংসতা: সাইবার-জগতেও নারী ‘সহজ লক্ষ্য’

দেশের ইতিহাসে অভূতপূর্ব ঘটনা জুলাইয়ের অভ্যুত্থান। এতে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। সেই সময়েও রাজপথে নামা অনেক নারী সাইবার সহিংসতার শিকার হন।

সম্প্রতি কয়েক দফায় গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া বেশ কয়েকজন নারীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, দৃঢ় মনোভাবের কারণে তাঁরা গুলির সামনে দাঁড়াতে পেরেছিলেন। সেই কঠিন সময়েও তাঁরা অনলাইনে ঘৃণা ও বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন; তাঁদের নিয়ে বিকৃত ভিডিও তৈরি করা হয়েছে। এতে মনোবল টলে গিয়েছিল তাঁদের, বিষণ্ন হয়ে পড়েছিলেন তাঁরা।

ছাত্র–জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এক নারী এই প্রতিবেদককে বলেন, তাঁর বিভিন্ন ভিডিও ক্লিপিং করে তাতে ‘হেট কমেন্ট’ করা হতো, বিকৃত ভিডিও তৈরি করা হতো। সেসব নিয়ে প্রতিবেশীরা তাঁর মা–বাবাকেও উত্ত্যক্ত করা শুরু করেছিলেন। তবে মা–বাবা সেসব উপেক্ষা করে তাঁকে সমর্থন দিয়েছিলেন। আরেক নারী বলেন, তাঁর এক সহপাঠী হয়রানি সহ্য করতে না পেরে আন্দোলন–পরবর্তী সব কার্যক্রম থেকে সরে দাঁড়ান।

একদিকে আন্দোলন–পরবর্তী সময়ে নারীদের নেতৃত্বের পর্যায়ে গুরুত্ব না দেওয়া, অন্যদিকে অনলাইনে বিভিন্ন ধরনের হয়রানির কারণে অনেক নারী নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। পুলিশের প্রতিবেদনও বলছে, গত বছর সাইবার হয়রানি নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ আসে আন্দোলন–পরবর্তী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন