You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বের সেরা বইমেলা

বইমেলা শুধু বই কেনাবেচা নয়, এটা পাঠক, লেখক, প্রকাশক এবং সাহিত্য অনুরাগীদের মিলনমেলা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আয়োজিত সব বইমেলা সাহিত্য সংস্কৃতির প্রসার ঘটিয়ে চলছে বছরের পর বছর। লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব

ধরুন আপনি বইপ্রিয়। একজন বইপ্রিয় মানুষের খুব বেশি কিছরু দরকার হয় না। এক কাপ ধোঁয়া ওঠা চা, সঙ্গে প্রিয় বই আর অলস অবসর। এই আয়োজনেই মন ভরে যাবে আনন্দে। তবে এর সঙ্গে যদি আপনাকে স্ুেযাগ দেওয়া হয় পৃথিবীর বিখ্যাত সব বইমেলায় আপনি ঘুরে বেড়াবেন। দারুণ সব লেখক-প্রকাশকদের সঙ্গে হাত মেলাবেন, গল্প করবেন, বই দেখবেন এবং কিনবেন। তাহলে নিশ্চয়ই আপনি আহ্লাদে আটখানা হয়ে যাবেন। সে রকম সুযোগ যদি কখনো এসে যায় তাহলে কোন মেলায় আপনি যেতে পারেন,  কেমন ধারনা পেতে পারেন তা নিয়ে বিস্তারিত এই লেখা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন