ভারত প্রসঙ্গে বাংলাদেশের জনগণের সুনির্দিষ্ট কিছু অভিযোগ, সমস্যা ও বক্তব্য আছে। পানি-নদী সমস্যা, সীমান্ত হত্যা, ট্রানজিট, অসম বাণিজ্য সর্বোপরি রাষ্ট্রনৈতিক বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ ইত্যাদি এর অন্যতম। ভারত রাষ্ট্র যে শুধু বাংলাদেশের ওপরই আধিপত্য তৈরি করতে কাজ করে তা নয়, তারা নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকার ওপরও আধিপত্য জারি রাখতে চেষ্টা করে। এ কারণে সেসব দেশের সঙ্গেও ভারতের নানা সমস্যা ও সংকট তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ায় অশান্তি, সহিংসতা, বৈষম্য দূর করতে আমাদের সম্মিলিত উদ্যোগ দরকার।
এগুলো হিন্দু-মুসলমান বা সাম্প্রদায়িক কোনো সমস্যা নয়। এগুলো প্রধানত বৃহৎ রাষ্ট্রের ও বৃহৎ পুঁজির আধিপত্যের সমস্যা। তাই হিন্দু মুসলমান ঘোর থেকে বের হয়ে আমাদের ভারত রাষ্ট্রের স্বরূপ জানতে হবে, জানতে হবে ভারত কীভাবে একটি আধিপত্যবাদী রাষ্ট্রের সক্ষমতা তৈরি করল এবং কেন তারা আধিপত্য বজায় রাখতে চায় বা আধিপত্য কায়েম করতে পারে। এক্ষেত্রে কীভাবে ভারতের জনগণও এ প্রক্রিয়ার শিকার হয় সেটাও গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে। দেখা যায় ভারতসহ পুরো দক্ষিণ এশিয়ার মানুষের স্বার্থ অভিন্ন।