প্রায় ছয় মাস হতে চলল একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের অবসান ঘটেছে। অভ্যুত্থানকে কেন্দ্র করে জনমনে বিপুল আশার সঞ্চার হয়েছিল, আশা ছিল সামাজিক সব বৈষম্যের অবসান ঘটবে। আমাদের সামগ্রিক অবস্থার ইতিবাচক পরিবর্তন সূচিত হবে।
প্রকৃত স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি। অতীতের ধারাবাহিকতায় শুধু ক্ষমতারই পরিবর্তন ঘটেছে, আর কিছু হয়েছে বলে অনুমান করা যাচ্ছে না।