জনবিচ্ছিন্ন হলে কী হয় ৫ অগাস্টে দেখেছি: তারেক রহমান
মানুষের কাছ থেকে দূরে সরে গেলে ৫ অগাস্টের মত পরিণতি ভোগ করতে হবে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “আপনার পেছনে পাবলিক না থাকলে আপনি কিসের নেতা? মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে। অর্থাৎ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। কেউ এই আস্থা নষ্ট করার মত কিছু করেন তাহলে তাকে আমার পক্ষে টানা সম্ভব না।
“যে খারাপ তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না। জনবিচ্ছিন্ন হলে কী হয় তা আমরা ৫ অগাস্টে দেখেছি। এর থেকে শিক্ষা নিতে হবে। এজন্য জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে কাছে রাখতে হবে।”
মঙ্গলবার বিকালে সাতক্ষীরায় ‘৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।