পরিবেশে দূষণ, ধূমপানসহ নানা কারণে ফুসফুস ক্ষতিগ্রস্থ হতে পারে। খুব ধীরে ধীরে অঙ্গটির ক্ষতি হয় বলে অনেকে বিষয়টি বুঝতেও পারেন না। কিন্তু কঠিন পরিবেশে একসময় ক্যান্সার দেখা দেয় ফুসফুসে।
তাই, একটানা কাশি কিংবা শ্বাসকষ্টের বিষয়টি সাধারণ ভেবে না দেখাই উচিত। শরীরের আরও কিছু সমস্যা আছে যা আগাম সতর্ক করে। কিছু সমস্যা আছে যা ফুসফুস ক্যানসারের বার্তাও দেয়। ফুসফুসের ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ কারণে এর পূর্ব লক্ষণগুলো সম্পর্কে জানা জরুরি।