গুঞ্জন সত্যি হলো। সৌদি আরবের পাট চুকালেন নেইমার। সৌদি ক্লাব আল হিলাল কাল রাতে জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছে তারা।
এর আগে গতকাল সোমবার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে। রাত না পোহাতেই সত্যি হলো সেই খবর।
আল হিলাল কাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় এই খবর, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তাঁর সাফল্য কামনা করছি।’