যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কর্মরত এক ডজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন। তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি ফৌজদারি মামলার তদন্তকাজে যুক্ত ছিলেন।
বিচার বিভাগের একজন কর্মকর্তা না প্রকাশ না করেই বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি সিদ্ধান্তে পৌঁছান যে ‘প্রেসিডেন্টের (ট্রাম্প) বিচারপ্রক্রিয়ায় তাঁদের তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকার কারণে তাঁর এজেন্ডা বিশ্বস্তভাবে বাস্তবায়নে এসব ব্যক্তিকে আর বিশ্বাস করা যায় না। এর পরপরই আইনজীবীদের বরখাস্ত করা হয়।’