You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্বের অধিকার অন্বেষণ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার বাতিলকরণ সম্ভবত এ মুহূর্তে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত খবরের একটি। এ আদেশের অর্থ হলো যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী শিশুরা এখন থেকে আর কেবল মার্কিন ভূখণ্ডে জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবে না। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এ ব্যবস্থাকে "জন্ম পর্যটন" হিসেবে অভিহিত করেছিলেন। অর্থাৎ শুধু সন্তান জন্মদানের উদ্দেশ্যে অনেকের যুক্তরাষ্ট্র ভ্রমণ বন্ধ করতে চেয়েছেন। শপথ নেয়ার পর পরই তিনি এক শতাব্দীর অধিক সময় ধরে চলা এবং সাংবিধানিকভাবে নিশ্চিত করা এ অধিকার বাতিল করলেন। তিনি ২০ জানুয়ারি আমেরিকান নাগরিকত্বের অর্থ এবং মূল্য রক্ষা" নামক নির্দেশিকায় স্বাক্ষর করেন। তবে আদেশটি স্বাক্ষরের ৩০ দিন পর কার্যকর হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন