জুলাই–ডিসেম্বরে বিদেশি ঋণছাড়ে শীর্ষে এশীয় উন্নয়ন ব্যাংক

প্রথম আলো প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:২১

চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে বিদেশি ঋণের সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তাদের ঋণছাড়ের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। গত জুলাই-ডিসেম্বর সময়ে এই ঋণদাতা সংস্থা ১০৫ কোটি ডলারের ঋণ ছাড় করেছে। শীর্ষ পাঁচে থাকা অন্য চারটি দেশ ও সংস্থা হলো বিশ্বব্যাংক, রাশিয়া, জাপান ও চীন।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, ঋণছাড়ে দ্বিতীয় স্থানে থাকা বিশ্বব্যাংক গত ছয় মাসে দিয়েছে ৮০ কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা রাশিয়ার ছাড় করা ঋণের পরিমাণ ৫৩ কোটি ডলার। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা জাপান ও চীন ঋণ ছাড় করেছে যথাক্রমে ৪৪ কোটি ডলার ও ২৭ কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও