You have reached your daily news limit

Please log in to continue


বিপিএলের পারিশ্রমিক-বিতর্ক নিয়ে ‘নিউজ’ করতে মানা করছেন আশরাফুল

নেতিবাচক ঘটনায় বারবার শিরোনাম হচ্ছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির টালমাটাল অবস্থা। অথচ এবারের বিপিএলে এমন ‘হট টপিক’ নিয়ে সংবাদ করতে নিষেধ করছেন মোহাম্মদ আশরাফুল।

বিপিএল মাঠে গড়ানোর পর প্রতিশ্রুত পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া, বারবার চেক বাউন্স, হোটেল বিল ঠিকঠাক পরিশোধ না করাসহ বিভিন্ন ঘটনা নিয়ে শিরোনাম হচ্ছে দুর্বার রাজশাহীকে নিয়ে। দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানের বিরুদ্ধে যখন অভিযোগের পাহাড়, ক্রিকেটাররাও চুপ ধরে বসে থাকেননি। অনুশীলন বাতিলের ঘটনা তো রয়েছেই, গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচই বয়কট করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন পারিশ্রমিক-বিতর্কের প্রসঙ্গ এল, আশরাফুল উল্টো গণমাধ্যমকে পরামর্শ দিয়েছেন। রংপুরের সহকারী কোচ বলেন, ‘বিপিএলের ১১তম আসরে এসে এটা অবশ্যই হতাশাজনক। তবে আমি গণমাধ্যমকে বলব, এই সংবাদগুলো আপনারা একটু কম করলে ভালো হয়। জানি আপনারা সংবাদ করলে অনেকে পারিশ্রমিক পায়। তবে আমার মতে এগুলো না করলেই ভালো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন