পানির নিচে টানা ১২০ দিন
রেকর্ড গড়তে মানুষ কত কিছুই না করে। এই যেমন জার্মানির ৫৯ বছর বয়সী নাগরিক রুডিগার কোচ করে দেখালেন। টানা ১২০ দিন পানির নিচে থেকে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
রুডিগার পেশায় প্রকৌশলী। পানামার পুয়ের্তো লিন্ডো এলাকার উপকূলে ক্যারিবীয় সাগরে পানিতে একটি ডুবো ক্যাপসুলের মধ্যে চার মাস বসবাস করেছেন তিনি। পানির নিচে নির্দিষ্ট একটি জায়গায় থেকেছেন রুডিগার। সেখানে থেকেই নিজের কাজকর্মও চালিয়ে গেছেন তিনি।
রুডিগার সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ মিটার বা ৩৬ ফুট নিচে ছিলেন। তিনি যে একেবারে নিঃসঙ্গ ছিলেন, তা-ও বলা যাবে না। তিনি ৩২২ বর্গফুট আয়তনের যে ক্যাপসুলের ভেতরে থেকেছেন, তাতে ছিল একটি বহনযোগ্য টয়লেট। তাঁর সময় কাটানোর জন্য ছিল অত্যাধুনিক নানা আয়োজন যেমন টেলিভিশন, কম্পিউটার, একটি শয্যা, ব্যায়ামের জন্য স্থির সাইকেল, সৌরবিদ্যুৎ, স্যাটেলাইট ইন্টারনেট ইত্যাদি।
গতকাল শনিবার সেই ক্যাপসুল থেকে বেরিয়ে এসেছেন রুডিগার। এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তাঁর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘বিচারক’ সুজানা রিয়েসের উপস্থিতিতে পানির নিচ থেকে উঠে আসেন রুডিগার।