টিকটক কিনতে আগ্রহী ওরাকল ও মাইক্রোসফট

প্রথম আলো প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:২১

নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে আবার বৈধভাবে কার্যক্রম শুরু করেছে টিকটক। কার্যক্রম চালু করলেও আগামী আড়াই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির ব্যবসা যেকোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। এর পর থেকেই যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী হয়ে উঠেছে বেশ কয়েকটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান। শুরুতে শুধু ইলন মাস্কের নাম শোনা গেলেও এবার টিকটক কেনার দৌড়ে নাম লেখাতে যাচ্ছে ওরাকল ও মাইক্রোসফট।


বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, ওরাকল, মাইক্রোসফটসহ বিনিয়োগকারীদের একটি গ্রুপ টিকটক কেনার জন্য আলোচনা শুরু করেছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে টিকটকের চীনা মালিক বাইটড্যান্সের সামান্য অংশীদারত্ব থাকবে। অ্যাপের অ্যালগরিদম, ডেটা ও সফটওয়্যার হালনাগাদের নিয়ন্ত্রণ থাকবে ওরাকল ও মাইক্রোসফটের কাছে।


টিকটক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টিকটক অ্যাপের সার্ভার নেটওয়ার্ক ইতিমধ্যেই ওরাকলে পরিচালনা করা হচ্ছে। নতুন চুক্তির অধীন ওরাকল টিকটকের কার্যক্রম নিরীক্ষণসহ তদারকি করবে বলে ধারণা করা হচ্ছে। সত্যিকার অর্থে চীনা মালিকানা অংশ কমাতে এ চুক্তির পরিকল্পনা করা হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও