মানুষ ছাড়াও সঙ্গীর বিরহে শোক পালন করে যেসব প্রাণি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:১৮

সঙ্গীর প্রতি ভালোবাসা বা শোক পালনের বিষয়টি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক প্রাণি তাদের সঙ্গীর মৃত্যু বা বিচ্ছেদের পর গভীর শোক প্রকাশ করে।


প্রাণিদের শোক প্রকাশের বিষয়টি বৈজ্ঞানিকভাবে এভাবে ব্যাখ্যা করা হয় যে, এটি আবেগ এবং সামাজিক বন্ধনের ফল। এই আচরণ প্রমাণ করে যে, প্রাণিরাও নিজেদের সঙ্গী বা দলের সদস্যদের সঙ্গে গভীর সংযোগ গড়ে তোলে। প্রাণিজগতের এই শোক প্রকাশ আমাদের শেখায় যে, ভালোবাসা এবং সংবেদনশীলতা শুধু মানুষের গুণ নয়, এটি প্রকৃতির একটি সার্বজনীন বৈশিষ্ট্য।এমন আচরণের প্রানীদের মধ্যে আছে-


হাতি
হাতি অত্যন্ত সামাজিক এবং আবেগপ্রবণ প্রাণি। তাদের পরিবারের সদস্য বা সঙ্গীর মৃত্যু হলে তারা শোক পালন করে। মৃত হাতির পাশে দাঁড়িয়ে তারা নিঃশব্দে সময় কাটায়, মৃতদেহ স্পর্শ করে এবং শুঁড় দিয়ে তাকে নেড়ে দেখার চেষ্টা করে। এমনকি অনেক সময় মৃতদেহের ওপর মাটি বা পাতা ফেলে সমাধি দেওয়ার মতো আচরণও করে।


কাক
কাকের বুদ্ধিমত্তা এবং সামাজিক সংযোগ অত্যন্ত গভীর। কোনো কাক মারা গেলে তার দলীয় সদস্যরা মৃত কাকের চারপাশে জড়ো হয়ে শোক পালন করে। তারা মৃতদেহের কাছে দীর্ঘক্ষণ থাকে এবং এক ধরনের ডাকাডাকি বা উচ্চস্বরে চিৎকার করে, যা অনেক সময় শোক প্রকাশের আচরণ বলে মনে করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে