যেসব পরিষ্কারের জিনিস নিয়মিত বদলানো উচিত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:১৬

স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ঘরবাড়ি পরিষ্কার রাখা প্রয়োজন।


তবে যেসব জিনিস দিয়ে পরিষ্কার করা হয়, সেগুলো নিয়মিত না বদলালে নোংরাভাবটা হয়ত থেকেই যায়।


তাই কোনো ব্রাশ বা স্পঞ্জ কবে পরিবর্তন করেছেন সেটা মনে করতে না পারলে, সেগুলো দ্রুত বদলানোর পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের বস্টন-ভিত্তিক পরিষ্কারক প্রতিষ্ঠান ‘মেইড প্রো’র প্রতিষ্ঠাতা অ্যান্ড্রিয়া পন্স।


থালা বাসন ধোয়ার স্পঞ্জ


রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে পন্স বলেন, “অনেকেই নিয়মিতভাবে স্পঞ্জ পরিবর্তন করেন না। তবে প্রতি সপ্তাহে এটা বদল করা উচিত।”


তবে খরচের কথা ভেবে না পরিবর্তন করলেও মাইক্রোওয়েভে জীবাণুমুক্ত করা যেতে পারে। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার’য়ের তথ্যানুসারে মাইক্রোওয়েভে জীবাণুমুক্ত করলে স্পঞ্জের ৯৯.৯৯ শতাংশ ব্যাক্টেরিয়া মারা যায়।


নিয়ম হল ভেজা স্পঞ্জ মাইক্রোওয়েভে দিয়ে শুকানো। এছাড়া ভিনেগার পানিতে মিশিয়েও স্পঞ্জ পরিষ্কার করা যায়।


রাবারের গ্লভস


থালা-বাসন মাজার সময় হাতের সুরক্ষায় অনেকেই রাবারের গ্লভস ব্যবহার করেন। আর এটাও ব্যাবহারের মাত্রার ওপর পরিবর্তনের প্রয়োজন পড়ে। এছাড়া রাবার খসখসে হয়ে, ছাল উঠে গেলে অথবা কোনো সমস্যা দেখা দিলে পরিবর্তন করতে হবে।


ময়লা ফেলার ব্যাগ


ময়লা ফেলার জন্য বাজারে আলাদা প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। সেগুলো কিনে আনার পর কাজে না লাগলে জমিয়ে রাখার মতো ঘটনা প্রায়ই ঘটে।


আবার ব্যাগ ভর্তি না হওয়া পর্যন্ত ময়লা ফেলাও হয় না অনেক সময়।


তবে ডুরাট বলেন, “যদিও খাবারের ময়লার ব্যাগ সব বাড়িতেই নিয়মিত পরিষ্কার করা হয়। তবে অন্যান্য ময়লার ব্যাগের ক্ষেত্রে- ভর্তি হয়ে যাওয়া, কোনো ছিদ্র দেখা দেওয়া বা বাজে গন্ধ হওয়া মাত্রই সেগুলো বদলাতে হবে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও