কৈশোরে থাইরয়েড হরমোনের অভাব
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:০১
জন্মগত (কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম) ও বড়দের থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ে কমবেশি আলোচনা হয়ে থাকে। তবে কৈশোরে থাইরয়েড হরমোনের অভাব বা জুভেনাইল হাইপোথাইরয়েডিজম বিশেষ গুরুত্ববহ হলেও অনেক ক্ষেত্রেই তা দৃষ্টির আড়ালে থেকে যায়।
থাইরয়েড হরমোনের সমস্যা (স্বল্পতা বা আধিক্যজনিত) যেকোনো বয়সে শুরু হতে পারে। তবে সার্বিক বিচারে হরমোনের ঘাটতি বা হাইপোথাইরয়েডিজমই বেশি দেখা যায়। একেক বয়সে এর ঘাটতি একেক রকমের উপসর্গ বা জটিলতা তৈরি করে।
কারণ
- কৈশোরে শনাক্ত হওয়া সমস্যা কিছু ক্ষেত্রে জন্মগত সমস্যারই হয়তো বিলম্বিত প্রকাশ, যাকে বলা যায় লেট অনসেট কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। আবার অনেকের কৈশোরেই নতুনভাবে হাইপোথাইরয়েডিজম দেখা দেয়। তবে সব কারণের মধ্যে অটোইমিউন থাইরয়েডাইটিস বেশির ভাগ হাইপোথাইরয়েডিজমের জন্য দায়ী। এর পেছনে রয়েছে জেনেটিক ও পরিবেশের সমন্বিত প্রভাব।
- কিছু খাবার, আয়োডিনের ঘাটতি, অন্য অসুখ, ওষুধ, রেডিয়েশন, কোনো কারণে থাইরয়েড গ্রন্থি কেটে ফেলা ইত্যাদিও থাইরয়েড হরমোনের ঘাটতির কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- থাইরয়েড সমস্যা
- কৈশোর