চুক্তির মাধ্যমে মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হয়েছে: বিডার নির্বাহী চেয়ারম্যান

প্রথম আলো প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩৮

যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির সঙ্গে চুক্তির বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, হেডস অব অ্যাগ্রিমেন্ট (এইচওএ) পূর্ণাঙ্গ বা বাধ্যতামূলক না হলেও এর মধ্যে ভবিষ্যতে পূর্ণাঙ্গ চুক্তির রূপরেখা থাকে। এতে আলোচনার সুযোগ তৈরি হয়। পূর্ণাঙ্গ চুক্তি সইয়ের ক্ষেত্রে এটি প্রথম পদক্ষেপ।


প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ রোববার দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আরও বলেন, পূর্ণাঙ্গ ও বাধ্যতামূলক চুক্তির ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬, পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮, ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট (প্রমোশন অ্যান্ড প্রোটেকশন) আইন ১৯৮০-সহ বাংলাদেশের বিদ্যমান আইন অনুসরণ করা হবে।


বছরে ৫০ লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশ সরকার এই হেডস অব অ্যাগ্রিমেন্ট করেছে। আর্জেন্ট এলএনজির বিবৃতির বরাত দিয়ে ২৪ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও