পাচার হওয়া টাকার সন্ধানে নিরীক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বণিক বার্তা প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:০৫

দেশের ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার পাচার হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করতে বাংলাদেশ ব্যাংক বিশ্বের বৃহৎ তিনটি হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। যেসব ফার্মকে নিয়োগ দেয়া হয়েছে সেগুলো হলো ইওয়াই, ডেলয়েট ও কেপিএমজি। খবর রয়টার্স।


বিষয়টি নিশ্চিত হতে বার্তা সংস্থা রয়টার্স ইওয়াই ও ডেলয়টের সঙ্গে যোগাযোগ করলেও তারা কর্মসময়ের পর মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া তারা ই-মেইলের মাধ্যমে কেপিএমজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হতে পারেনি।


রয়টার্সের খবরে বলা হয়, ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে গভর্নর বলেন, দেশের ১০টি বৃহৎ কোম্পানি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও