বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হওয়া আক্রমণের তদন্তে নতুন এক চমকপ্রদ মোড় সামনে এসেছে। ঘটনার তদন্তে পাওয়া নতুন এক তথ্যেই মূলত এই টুইস্ট সামনে এসেছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ১৯টি আঙুলের ছাপের সঙ্গে অভিযুক্ত শরিফুল ইসলামের ছাপের কোনো মিল পাওয়া যায়নি। আর এ তথ্যেই মূলত তদন্ত নতুন মোড় নিয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি সাইফ খানের মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে ছুরিকাঘাতের পর সংগৃহীত এই আঙুলের ছাপগুলো অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছিল।
সিস্টেম-জেনারেটেড রিপোর্ট নিশ্চিত করেছে যে, এই ছাপগুলো সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করা সন্দেহভাজন শরিফুলের নয়।
সিআইডি মুম্বাই পুলিশকে পরীক্ষার এই ফলাফল জানালে কর্তৃপক্ষ আরও নমুনা পরীক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়।