শিশুদের কানে ব্যথায় কী করবেন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:১১
শিশুদের কানে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। সাধারণত ৬ থেকে ১৮ মাসের মধ্যে কানের সংক্রমণ বেশি হতে দেখা যায়। তিন বছরের কম বয়সী শতকরা ৩০ ভাগ শিশু কোনো না কোনো কারণে কানে ব্যথায় ভুগে থাকে।
ঝুঁকিতে যারা
- সিগারেটের ধোঁয়া বা বায়ুদূষণের শিকার শিশু
- যাদের ফিডার বা বোতলে দুধ খাওয়ানো হয়
- যেসব শিশু ঘনবসতিপূর্ণ জায়গায় বাস করে
- যাদের অ্যালার্জির কারণে বারবার সর্দি-কাশি হয়
- যেসব শিশুর জন্মগত তালুকাটা সমস্যা আছে
কারণ
ঠান্ডা লাগলে বা সর্দি-কাশি থেকে নাক ও কানের সংযোগ টিউব ব্লক হয়ে কানের পর্দার ভেতরের দিকে তরল পদার্থ জমে পর্দা ফুলে ওঠা।
- কানের ভেতর এক্সটারনাল ইয়ার ক্যানেলে ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া।
- কানের পর্দার বাইরে এয়ার ক্যানেলে সংক্রমণ হওয়া।
- কানের ভেতরে ফোড়া বা লোমের গোড়ায় সংক্রমণ হওয়া।
- কানের ভেতরে বহিঃকর্ণ বা পর্দায় কাঠি কিংবা কটনবাডের আঘাত লাগা।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- কানে ব্যথা