অর্থ বিভাগ ব্যাখ্যা চেয়েছে, অন্যদিকে পদোন্নতি দেওয়ার ক্ষমতা আছে বলে দাবি ব্যাংকের

প্রথম আলো প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪

রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকে পদ ছাড়া পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের। তারপরও এ চার ব্যাংক সম্প্রতি সাত হাজারের বেশি ব্যাংকারকে পদোন্নতি দিয়েছে। এর আগে ব্যাংকগুলো অবশ্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদনও নিয়েছে। এতে বিভাগের শীর্ষ পর্যায়েরও সমর্থন রয়েছে বলে জানা গেছে।


এদিকে যাঁরা পদোন্নতি পেয়েছেন, তাঁরা খুশিতে ইতিমধ্যে মিষ্টি খাওয়ানোও প্রায় শেষ করেছেন। এ নিয়ে তাঁদের সঙ্গে সহকর্মী–সহমর্মী, আত্মীয়–পরিজন ও বন্ধু–শুভানুধ্যায়ীদের এখন ফেসবুকে, ফোনে, ই–মেইলে অভিনন্দন জানানো ও শুভেচ্ছা বিনিময় চলছে। এ রকম অবস্থায় এসে চার ব্যাংকের কাছে ওই পদোন্নতি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ১৫ জানুয়ারি চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আলাদা চিঠি পাঠিয়ে ২২ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা চেয়েছে বিভাগটি। সোনালীসহ তিন ব্যাংক নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা দিলেও আরেকটি ব্যাংক তা করেনি, আবার সময়ও চায়নি।


যোগাযোগ করা হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রথম আলোকে বলেন, ‘সব ব্যাংকের ব্যাখ্যা পাওয়ার পর আমরা বসব। তারপর কী করা যায়, চিন্তা করা হবে।’


চিঠিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, চার ব্যাংকের সাংগঠনিক কাঠামো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে অনুমোদিত হয়। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোয় জনবল নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুসরণের নিয়ম রয়েছে। অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী পদোন্নতি দেওয়ারও বাধ্যবাধকতা রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও