You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ববাজারে বাংলাদেশকে টেক্কা দিতে ভারতের প্রস্তুতি

ভারত সরকার নিজ দেশের পোশাক রপ্তানিকারকদের আর্থিক সহায়তা বাড়ানোর পরিকল্পনা করায় বাংলাদেশ বিশ্ববাজারে আরও বাধার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সারাবিশ্বে তৈরি পোশাকের বাজার ৮০০ বিলিয়ন ডলার। গত বছর দেশে গণআন্দোলনের সময় কিছু কার্যাদেশ ভারতে চলে যাওয়ায় বাজার দখলের বিষয়ে নয়াদিল্লি আত্মবিশ্বাসী হয়ে উঠে।

গত জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ফলে রাজনৈতিক অস্থিরতার কারণে রপ্তানিকারকরা সময়মতো উৎপাদন, রপ্তানি, কাঁচামাল আমদানি ও পরিবহন সংকটে পড়ায় কয়েকটি আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ড এ দেশ থেকে কার্যাদেশ সরিয়ে নেয়।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল তা রপ্তানিকারকদের সংকটে ফেলে দেয়।

গণআন্দোলনের পরপরই দেখা দেয় শ্রমিক অসন্তোষ। বেশ কয়েকটি কারখানা দুই-তিন মাস বন্ধ থাকে। এসব ঘটনা পোশাকশিল্পের সংকট আরও বাড়িয়ে তোলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন