বিসিবির ২৩টি কার্যকরী কমিটির মধ্যে ২১টির প্রধান চূড়ান্ত
গত বছরের আগস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। এর পাঁচ মাসের বেশি সময় পর বোর্ডের নতুন স্থায়ী কমিটি গঠন করা হলো। ২৩টি কমিটির মধ্যে চূড়ান্ত হলো ২১টির চেয়ারম্যানের নাম। তবে ওয়ার্কিং কমিটি ও সিকিউরিটি কমিটির প্রধান ঠিক করা হয়নি।
শনিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বোর্ড পরিচালকদের ১৭তম সভা। সেখানে বর্তমান পরিচালকদের মধ্যে বিভিন্ন কার্যকরী কমিটির চেয়ারম্যানের পদ চূড়ান্ত করা হয়েছে। অনেক কমিটিতে এসেছেন নতুন চেয়ারম্যান, অনেক কমিটিতে থেকে গেছেন পুরোনো চেয়ারম্যান।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফহিম। তার পাশাপাশি একাধিক কমিটির প্রধান হয়েছেন আরও কয়েকজন।
বিসিবির নতুন কার্যকরী কমিটি
ক্রিকেট অপারেশন্স কমিটি - নাজমুল আবেদিন ফাহিম
ফাইন্যান্স কমিটি - ফাহিম সিনহা
ডিসিপ্লিনারি কমিটি - সাইফুল আলম স্বপন চৌধুরি
গেম ডেভেলপমেন্ট কমিটি - ফাহিম সিনহা
টুর্নামেন্ট কমিটি - আকরাম খান
এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি - সাইফুল আলম স্বপন চৌধুরি
গ্রাউন্ডস কমিটি - মাহবুব আনাম
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি - আকরাম খান
আম্পায়ারস কমিটি - ইফতেখার রহমান
মার্কেটিং ও কমার্শিয়াল - ফারুক আহমেদ
মেডিকেল কমিটি - মোহাম্মদ মনজুর আলম
টেন্ডার ও পারচেস কমিটি - মাহবুব আনাম
মিডিয়া ও কমিউনিকেশন কমিটি - ইফতেখার রহমান
অডিট কমিটি - মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি
নারী ক্রিকেট কমিটি - নাজমুল আবেদিন ফাহিম
লজিস্টিকস ও প্রটোকল - ফাহিম সিনহা
সিসিডিএম কমিটি - মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি
ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি - আকরাম খান
হাই পারফরম্যান্স কমিটি - মাহবুব আনাম
বাংলাদেশ টাইগার্স - কাজী এনাম
ওয়েলফেয়ার কমিটি - মোহাম্মদ মনজুর আলম