৪৮ ঘণ্টার মধ্যে মালিকদের সঙ্গে বসবে বিসিবি
দর্শক টানতে পারলেও বিপিএল শুরু থেকেই নানা ঝামেলায় জর্জরিত। প্রথম কয়েক বছর প্রধান সমস্যা ছিল, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ভোগান্তি। মাঠে খেলেও পারিশ্রমিক পেতে জুতার তলা ক্ষয় করতে হয়েছে ক্রিকেটারদের।
সেটা দূর করতে গিয়ে নানান কার্যক্রম হাতে নিয়েছে বিসিবি। কিন্তু কিছুতেই কিছু হয়নি। অবশেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করার পাশাপাশি বিসিবির নিজস্ব তহবিল থেকে পেমেন্ট দেওয়ার সিদ্ধান্তও হয়।
অর্থাৎ কোনো ফ্র্যাঞ্চাইজি নির্দিষ্ট সময় ও চুক্তিমাফিক পেমেন্ট না দিলে বিসিবির অর্থায়নে পেমেন্ট পাবেন ক্রিকেটাররা। তারপর থেকে ধীরে ধীরে এসব নিয়ে সমস্যা কমতে শুরু করে।
এর পাশাপাশি ডাউন পেমেন্টের ব্যবস্থাও চালু করা হয়। অর্থাৎ শুরুর আগে ২৫ শতাংশ পারিশ্রমিক, আসর চলাকালীন ৫০ শতাংশ এবং শেষ হওয়ার পর বাকি ২৫ শতাংশ দেওয়ার কথা বলা হয়। কিন্তু এবার সেই নিয়ম মেনে পেমেন্ট করেনি কয়েকটা দল।