নিজেদের ফাঁদে ধরা পাকিস্তান, ১৬৩ করেও লিড ওয়েস্ট ইন্ডিজের
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুই দল মিলে হারিয়েছিল ১৯ উইকেট। পাকিস্তানের মাটিতে টেস্টে এক দিনে সবচেয়ে বেশি উইকেট পড়ার রেকর্ড করেছিল দিনটি। সাত দিন পর মুলতানেই ভেঙে গেল সেই রেকর্ড। আজ শুরু পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুই দল মিলে হারিয়েছে ২০ উইকেট।
পাকিস্তানের স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ করে দিয়েছিলেন ১৬৩ রানেই। আগের টেস্টের মতো এবারও দলটির শেষ তিন ব্যাটসম্যান সর্বোচ্চ তিনটি ইনিংস খেলে ‘মান বাঁচান’ ক্যারিবীয়দের। গুড়াকেশ মোতি, কেমার রোচ ও জোমেল ওয়ারিক্যানরা পরে বল হাতেও দলের সেরা পারফরমার। এই তিনজন মিলে পাকিস্তানকে ১৫৪ রানে অলআউট করে দলকে ৯ রানের লিড এনে দেন। পাকিস্তানের ইনিংস শেষ হতেই শেষ হয়েছে দিনের খেলা।
স্পিন-বান্ধব উইকেটে নোমান আলী, সাজিদ খান ও আবরার আহমেদরা পাকিস্তানকে এনে দিয়েছেন ৯ উইকেট। নোমান তো হ্যাটট্রিক করেছেন, পেয়েছেন ৬ উইকেট। পাকিস্তানের ইনিংসেও একই ছবি। স্পিন ফাঁদে ধরা পড়ে চটপট ড্রেসিংরুমে ফিরেছেন একের পর এক ব্যাটসম্যান। দুই বাঁহাতি স্পিনার ওয়ারিক্যান (৪/৪৩) ও মোতি (৩/৪৯) মিলেই নিয়েছেন ৭ উইকেট।