‘বৈষম্যবিরোধী, খালেদা জিয়া, ড. ইউনূস, আবু সাঈদ, ফ্যাসিস্টের পতন’ নিয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন

প্রথম আলো প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ২০:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘বৈষম্যবিরোধী, অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বেগম খালেদা জিয়া, আবু সাঈদ ও তত্ত্বাবধায়ক সরকার’–সম্পর্কিত বিষয়াদি নিয়ে প্রশ্ন হয়েছে। এ ছাড়া গত ৫ আগস্ট ফ্যাসিবাদের শাসন পতনের একটি বর্ণনা নিয়েও লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ অনুবাদ করতে বলা হয়েছে।


আজ শনিবার দেশব্যাপী আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলে।


ভর্তি পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) বাংলা অংশে এসেছে, ‘বৈষম্যবিরোধী শব্দটি কোন সমাসে নিষ্পন্ন’, সাধারণ জ্ঞান অংশে এসেছে, ‘ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? উত্তর হিসেবে চারটি নাম ছিল, ‘জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদ’।


আরও প্রশ্ন এসেছে ‘তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি? উত্তর হিসেবে চারটি বিকল্প রাখা হয়, ‘শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য ক্ষুধা’।


আরেকটি প্রশ্নে এসেছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী?’ উত্তর হিসেবে চারটি নাম ছিল, ‘উন্নত মম শির, অকুতোভয়, বিদ্রোহী, নাকি দুরন্ত’। উল্লেখ্য, আবু সাঈদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হলো, ‘উন্নত মম শির’, চিত্রকলা অঙ্কন করেছেন শিল্পী শহীদ কবির।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও