You have reached your daily news limit

Please log in to continue


হাজার কোটি টাকায় নলকূপ বসাতে চায় ওয়াসা, ঝুঁকির মুখে ঢাকা

রাজধানীবাসীকে ঝুঁকিমুক্ত করতে ভূগর্ভের পরিবর্তে নদীর পানি পরিশোধন করে পান করানোর উদ্যোগ নিয়েছিল ঢাকা ওয়াসা। ২০০৯ সালে ঘোষণা দিয়েছিল, ২০২১ সালের মধ্যে চাহিদার ৭০ শতাংশ পানি ভূ-উপরিভাগের উৎস থেকে সংগ্রহ করা হবে। ২০২৪ সাল শেষ হলেও সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

কয়েকটি প্রকল্প নেওয়া হলেও পুরোপুরি সুফল মেলেনি। ফলে ফের ঢাকা শহর খনন করে গভীর নলকূপ বসিয়ে পানির চাহিদা মেটানোর উদ্যোগ নিয়েছে ওয়াসা। এজন্য এক হাজার ৫২ কোটি টাকার প্রকল্প নিয়েছে তারা। এতে আরও ঝুঁকির মুখে পড়ছে রাজধানীবাসী।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বর্তমানে ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ থেকে প্রতিদিন ২৬৫ থেকে ২৯৭ কোটি লিটার পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা। এর মধ্যে ভূগর্ভ থেকে আসে ৭০ শতাংশ, ভূ-উপরিভাগ থেকে আসে ৩০ শতাংশ। ২০১৪ সালে প্রণীত ঢাকা ওয়াসার মহাপরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালে ঢাকা মহানগরীতে সম্ভাব্য পানির চাহিদা হবে ৩০৫ দশমিক ৮ কোটি লিটার ও ২০২৯ সালে ৩৫৫ দশমিক ৩ কোটি লিটার।

বর্তমানে ঢাকার জনসংখ্যা পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এবং গভীর নলকূপের উৎপাদনও কমছে। ২০২৯ সালে ঢাকা মহানগরীতে জনসংখ্যা প্রায় দুই কোটি ২০ লাখ হবে বলে অনুমান করা হচ্ছে। জনগণের জীবনযাত্রার মান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটায় মাথাপিছু পানির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন